
ফাতেমা আফরোজ নোয়াখালী।।নোয়াখালী চৌমুহনীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ৮টি ইউনিট।।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌমুহনী বাজারের মধ্যস্থলে বড় মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের ভূইয়া হুঁশিয়ারি নামক দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখা আশেপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগা ক্ষতিগ্রস্ত বেশিরভাগ দোকানেই স্বর্ণাকার ও কাপড়ের দোকান ছিলো। ঘটনার পর প্রথমে চৌমুহনী ও পরে মাইজদী, সেনবাগ, সোনাইমুড়ি ও কবিরহাটসহ ৮টি ফায়ার ইউনিট আগুন নিভাতে চেষ্টা করছে । পরে সবগুলো ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই তথ্য জানিয়েছেন নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফরিদ আহমেদ।
এদিকে লুটপাট ঠেকাতে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে সহযোগিতা করে।
বৃহত্তর নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ব্যস্তবহুল চৌমুহনীতে এ আগুন নিভাতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত ভূইয়া হুঁশিয়ারি, সত্যনারায়ণ স্বর্ণকার, বলাকা হুঁশিয়ারি, স্বর্ণ নিকেতন, শরীফ হুঁশিয়ারিসহ প্রায় ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই ও আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে চৌমুহনী পৌর মেয়র খালিদ সাইফুল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।