নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ মার্চ) দুপুরে সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়াতে সাবেক ছাত্রদল নেতা ও সাউথ আফ্রিকার বিশিষ্ট ব্যাবসায়ী আবদুর করিম মামুনের উদ্যোগে নিজস্ব বাস ভবনে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এলাকার বিএনপি নেতা কর্মীদেরকে ঈদ উপহার তুলে দেন প্রধান অতিথি বিএনপি'র যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
উক্ত সভায় বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনোরুল হক কামাল, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দুলাহ আল মামুন।
অনুষ্ঠানে কারা নির্যাতিত ইউনিয়ন ছাত্রদল নেতা আদনান জুয়েলকে প্রধান অতিথি ব্যারিষ্টার খোকন ফুলেল শুভেচছা ও মুক্তিযোদ্ধা সহ উক্ত অনুষ্ঠানে একশত পঞ্চাশ জন নেতা কর্মীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, জিয়া সমাজ কল্যাণ পরিষদের সোনাইমুড়ী উপজেলার সভাপতি প্রফেসর আবদুল্লাহ, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন লিটন, যুবদল নেতা আবদুল হালিম ও জহির উদ্দিন সহ আরো অনেকে।
বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ভারত রাগ করবে তাই সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোন পদক্ষেপ নেই। সরকার সারা দেশের বিএনপির নেতা কর্মীদেরকে গায়েবি মামলা দিয়ে তাদের রাজনৈতিক অধিকার হরন করেছে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে পুনরায় নির্বাচন করার আহবান জানান তিনি।