
উত্তম কুমার গোস্বামী মাধবপুর,দৈনিক জনতার অধিকার ডট কমঃ
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ কামরুল মিয়া (২৫)নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে মাদুপুর উপজেলার বহেরয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় ১৪ ফেব্রুয়ারি বুধবার ভোর রাত্র ৪টা সময়ে মাধবপুর থানা হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার, শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে অভিযান চালিয় ১৫০ বোতল ভারতীয় মদ ও ৬ কেজি গাঁজা সহ। কামরুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ রফিকুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।