মাধবপুর প্রতিনিধি,দৈনিক জনতার অধিকার ডট কমঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের পল্লী চিকিৎসক সুভাষ পাল হত্যা মামলার প্রধান আসামি শ্রীবাস চন্দ্র পাল (৫২)কে গ্রেপ্তার করেছেন পুলিশ। শনিবার (১০ফেব্রুয়ারি) সকালে মাধবপুর থানা এস আই মোহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তিতে সহায়তার চট্টগ্রামে পতেঙ্গা থেকে পতেঙ্গা থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন।সে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর পুত্র। এর আগে পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরুদ্ধে জের গত ১২ জানুয়ারি সকালে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর বড় ছেলে ডাক্তার সুভাষ পাল ও সমিত পালের পরিবারের সদস্য মধ্যে ঝগড়া ও হাতাহতি হয়। এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে থানা মামলা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান আসামিকে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।