
ফাতেমা আফরোজ , বিশেষ প্রতিনিধি:-
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সদর উপজেলার ওদারহাট বাজারে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসার মধ্যে রয়েছে, ডাইবেটিক পরিক্ষা, রক্ত ও পেসার পরিক্ষা, বিনামূল্যে ঔষধ প্রদান। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গ্রামগঞ্জের হতদরিদ্র নারী পুরুষরা। বেসরকারী সংস্থা আশা ওদারহাট শাখার উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন, চরমটুয়া ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু,ওদারহাট আশার সিনিয়র শাখা ম্যানেজার মামুনুর রশিদ, সহকারী ম্যানেজার ইউছুফ আলী, মসুদুর রহমান কচি ও আতিকুর রহমান। এতে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।