
ফাতেমা আফরোজ, :-
নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বেগমগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি সভাপতি রফিক উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলুর নির্দেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী এস এ কলেজ ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক আমিরুল ইসলাম আমির । বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ
বক্তব্যে অতিথিরা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসন ও অপশাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। চূড়ান্ত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস আছে এবং থাকবে। কারা-বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান তারা।
পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম তপন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, যুবদলের সুমন মিয়া, ইয়াছিন মিজি, পারুল, ওয়ার্ডের সভাপতি কবির আহমেদ সহ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।