উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান সাংবাদিক রিয়াজ খান

নিউজটি শেয়ার করুন

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী সাংবাদিক রিয়াজ খান।তিনি নোয়াখালীর কাগজ এর সম্পাদক ও প্রকাশক।

জানা গেছে, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৬১ পরিষদের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। রিয়াজ খানও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিজ উদ্যোগে উপজেলার অসহায় মানুষদের সহায়তা করছেন। আশপাশের মানুষদের বিপদে সহযোগিতা করছেন। এ ছাড়া ডিজিটাল পোস্টারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টি জানান দিচ্ছেন।

নোয়াখালীর চাটখিল পৌরসভার কৃতি সন্তান নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের বিভিন্ন ব্যবসা বানিজ্য ও সামাজিক কর্মকাণ্ড।

রিয়াজ খান রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজের পেশাগত দায়িত্ব পালন করেও সামাজিক কর্মকাণ্ডে রয়েছে তার অনেক বিচরন। এলাকায় খোঁজ নিয়ে জানাযায় এলাকার সামাজিক উন্নয়ন মসজিদ, মাদরাসা, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো সহ অসংখ্য সামাজিক কর্মকাণ্ড।

এ ব্যাপারে তিনি বলেন,আমি দীর্ঘদিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমি যেহেতু উপজেলায় অবস্থান করি, তাই আমার জানা আছে জনগণের বরাদ্দ কীভাবে জনগণের হাতে পৌঁছাতে হয়। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করবে এটাই আমার বিশ্বাস।নির্বাচিত হতে পারলে চাটখিল কে একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *