
পবিত্র লাইলাতুল কদর। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা নিজে এই রাতের কথা বলেছেন। লাইলাতুল কদরের অর্থাৎ আজকের এক রাতের ইবাদত হাজার হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। মানে ১০০০ মাস ইবাদত করলে যে সওয়াব তার থেকেও বেশি উত্তম সওয়াব দিবেন আল্লাহ তায়ালা এই রাতের ইবাদতের বিনিময়ে।
এই রাতের বিশেষ দোয়া সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন –
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’
অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত
বি দ্র : আজ লাইলাতুল কদর এটি স্পষ্ট ভাবে প্রমাণিত নয়। রমজানের শেষ দশকের বিজোর রাত্রির যেকোনো একটি রাত হলো লাইলাতুল কদর। বিভিন্ন আলামত অনুযায়ী আজকের রাতটিকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে।