
নোয়াখালীপ্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন এর সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধিজনের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে,
সভায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, চাটখিল সরকারি কলেজের উপাধ্যক্ষ, এ.বি.এম ছানা উল্যা, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান আবদুল্যাহ খোকন, রামনারায়পুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বাহার, পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম মুন্সি, বদলকোট ইউনিয়ন চেয়ারম্যান সোলোয়মান শেখ, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, হাটপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান এইচ.এম বাকী বিল্লাহ, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মানিক ও খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ চাটখিল সরকারি হাসপাতালের এমওডিসি ডাক্তার নুর মোহাম্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও , উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময়ে নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধিজনেরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন দিক সমূহতুলে ধরে এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।