জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী রেলওয়ে স্টেশনে দেড়শ পথশিশুর মুখে হাসি ফুটালো নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স সংগঠন

নিউজটি শেয়ার করুন

রিপোর্টার-শাহাজাদী আফরোজ,দৈনিক জনতার অধিকারঃ নোয়াখালীতে দেড়শ পথশিশুর মুখে হাসি ফুটালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিশুদেরকক কেক, বিরিয়ানি, গরুর মাংস ও সুপেয় পানি পান করানো হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে ‘হাসতে শিখুক পথশিশু’ প্রতিপাদ্যে বেগমগঞ্জের চৌমুহনী রেলওয়ে স্টেশনে ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

পথশিশু আবির (১২) বলেন, আমরা ঠিক মতো খেতে পাই না। তার উপর বিরিয়ানিতো প্রশ্নই আসে না। আজ ভাইয়ারা আমাদের সবাইকে কেক, বিরিয়ানি, মাংস খাইয়েছে। অনেক ভালো লাগছে।আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান রায়হান খবরের কাগজকে বলেন, হরতাল-অবরোধে ভাসমান শিশুগুলোর খাওয়ায় কষ্ট পাচ্ছে। ঠিকমত খাবার পায় না, এরা হাসতে জানে না। তাই অন্তত একটি দিন যেন এরা পেট ভরে ভালো খাবার খেতে পারে, মন ভরে হাসতে পারে, সেজন্যই আমাদের এ আয়োজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাহেদ মুনীম ফয়সাল, সহ-সভাপতি শাহাজাদি আফরোজ, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান শাওন, দপ্তর সম্পাদক শামিম চৌধুরী, কোষাধ্যক্ষ সাজ্জাদুল করিম প্রমুখ।

পরে চারটি কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাস্বেবীরা। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে নাচে-গানে বিভিন্ন খেলায় মেতে ওঠে শিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *