দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু

নিউজটি শেয়ার করুন

আবদুল্লাহ আল মামুন,দৈনিক জনতার অধিকারঃ
দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০২৩-২৪ শিক্ষাক্রমের প্রথম সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকালে অত্র প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক এজিপি এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য অজয় কুমার দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিভি ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, অত্র প্রতিষ্ঠানের পরিচালক দীপক শর্মা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সদস্য সচিব দীলিপ কুমার দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক, আশ্রাফুজ্জামান আশ্রাফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিশু নাথ, সাধারণ আনোয়ার ইসলাম রায়হান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী জান্নাতুল নূরে হাসনাত, সাদিয়া আফরোজ ও
ইসমাই হোসেন সিহাব। এসময় অত্র প্রতিষ্ঠানের পরিচালক বিমল কান্তি ভৌমিক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলমসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *