
রিপন মজুমদার,দৈনিক জনতার অধিকার ডট.কমঃনোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগ
মনোনীত প্রার্থী আলহাজ্ব একরামুল করিম চৌধুরী ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন।
পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন একরামুল করিম চৌধুরী।
এ সময় টানা চতুর্থবার দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একরামুল করিম চৌধুরী। আবার নির্বাচিত হলে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যে সরকারের সাথে দেনদরবার করবেন বলে জানান তিনি।
এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিজের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন তিনি। আগামী ৭ জানুয়ারি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার
চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক লিটন ও আব্দুল মমিন বিএসসি, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরকুল হক বিল্পব, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল, এপিপি অ্যাডভোকে আলতাফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ।