উত্তম কুমার গোস্বামী মাধবপুর প্রতিনিধি,দৈনিক জনতার অধিকার ডট কমঃ হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা বেজোড়া গ্রামে আলোচিত পাভেল হত্যা কাণ্ডের ঘটনায় গত রবিবার ৪ ফেব্রুয়ারি নিহত পাভেল মিয়ার বড় ভাই হামিদ মিয়া বাদী হয়ে জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০জনকে আসামি করে মামলা দায়ের করেন৷এঘটনায় পুলিশ তদন্ত করে
মাসুদ খান (৩৫) খোরশেদ আলীর ছেলে মারুফ মিয়া (৪৫)ও সেলিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৬)কে গ্রেফতার করেন। ৫ ফেব্রুয়ারি সোমবার পুলিশ হেফাজতে বেজোড়া জামে মসজিদ ঈদগা মাঠে পাভেল মিয়ার শেষ জানাজার কাজ সম্পন্ন করা হয়৷জানা যায়
গত ৫ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষ হয়৷সংঘর্ষে পাভেল মিয়া নিহত হন৷পাভেল মিয়ার হত্যা কারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেজোড়া গ্রামবাসী।
