নোয়াখালীতে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ১৫তম সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

ফাতেমা আফরোজ,দৈনিক জনতার অধিকার ডট কমঃ

জেলার সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কোম্পানির জেলা অফিস মাইজদী জহিরুল হক মিয়ার গ্যারেজে এই সভা আয়োজন করা হয়।

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজার শাহাদাত হোসেন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানির এএসএম আবদুল মতিন, ব্রাঞ্চ ম্যানেজার জহিরুল ইসলাম, ইউনিট ম্যানেজার তাকভীর হোসেন প্রমুখ।

আস্থা লাইফের মার্কেটিং, উদ্ভাবনমূলক বীমা, ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যান, গবেষণা ও উন্নয়ন, যাচাই প্রক্রিয়া, টেকসই কর্মপন্থা এবং দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন বক্তারা।

উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতারসাথে বীমা শিল্পে রোল মডেল হিসেবে কাজ করছে সকলে।

সর্বশেষ কোম্পানির মাঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *