দাগনভূঞায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা

নিউজটি শেয়ার করুন

দাগনভূঞা প্রতিনিধি,দৈনিক জনতার অধিকার ডট কমঃদাগনভূঞায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোকসজ্জা, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, পল্লী বিদুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, থানার ওসি তদন্ত মোঃ রাসেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন ও উপজেলা শিল্প কলা একাডেমির সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *