দাগনভূঞায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নিউজটি শেয়ার করুন


দাগনভূঞা প্রতিনিধি,দৈনিক জনতার অধিকার ডট কমঃ“স্মার্ট হবে স্থানীয় সরকার ,নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় পালিত হলো জাতীয় স্থানীয়  সরকার দিবস। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র‌্যালী শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও  উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এছাড়াও সাংবাদিক, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্দোক্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *