অবরোধের সমর্থনে বিএনপিসহ সমমনা দল ও জোটের বিক্ষোভ

নিউজটি শেয়ার করুন

অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা। তাঁরা সড়কে টায়ার জ্বালান এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। কোথাও কোথাও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার। একই কর্মসূচি ঘোষণা করেছে দলটির জোটসঙ্গী ও সমমনা দলগুলো। এ ছাড়া জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপি জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত অবরোধের সমর্থনে বিক্ষোভ হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমানসহ নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া বাড্ডায় অবরোধের সমর্থনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা মিছিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *