ফাতেমা আফরোজ বিশেষ প্রতিনিধি:
আসন্ন চাটখিল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার ৬ই এপ্রিল বিকেলে চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন তার নিজ কার্য্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ছালাহ উদ্দিন সুমন। চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বলেন, আমি চাটখিল সরকারি কলেজে ১৯৯৪ সালে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলাম। পরবর্তীতে ১৯৯৬-৯৭ সালে একই কলেজে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই এবং ১৯৯৯-২০০০ সালে চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি এবং আমি বেলায়েত হোসেন দীর্ঘদিন চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছি।
বর্তমানে আমি চাটখিলের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি।
চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন জানান, আমি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। বর্তমানে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড এর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, আমি চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে উন্নীত করবো এবং কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কর্মকাণ্ড বন্ধে জোর চেষ্টা চালাবো।তিনি বলেন চাটখিল উপজেলা চেয়ারম্যানের কার্য্যালয় মাসে ২৯ দিন বন্ধ থাকে, মানুষ প্রয়োজনে চেয়ারম্যানকে পায়না।
আপনারা আমাকে নিয়মিত পাবেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে চাটখিল বাজার যানজট মুক্ত করার উদ্যোগ নিব। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।