কবিরহাটে রুপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

মোঃরেজাউল করিম রাজু,দৈনিক জনতার অধিকারঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গ্রাহকের লেনদেন সহজতর করতে রুপালী ব্যাংকের নিজস্ব ব্যান্ডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এটি উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই রুপালী ব্যাংক লিমিটেডের বুথের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজে সম্পন্ন করতে পারবেন।  

এ সময় উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক লিমিটেডের কুমিল্লার বিভাগীয় জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমীর হোসেন, বিভাগীয় কার্যালয়ে উপ-মহাব্যস্থাপক রুপক কুমার রক্ষিত, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী রুপালী ব্যাংকের এজিএম ও জোনাল ম্যানেজার কামাল উদ্দিন আহমেদ, রুপালী ব্যাংক কবিরহাট শাখার ম্যানেজার মো.আব্দুল ওহাব প্রমূখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *