কবিরহাটে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

ফাতেমা আফরোজ,দৈনিক জনতার অধিকার ডট কমঃ
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ, কবিরহাট থানার এসআই বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা নজির আহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *