কবিরহাটে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

নিউজটি শেয়ার করুন

ফাতেমা আফরোজ,দৈনিক জনতার অধিকার ডট কমঃঐতিহাসিক ৭ই মার্চ উ দযাপন উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ১০ টায় কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু করেন উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবিরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির, বীরমুক্তিযোদ্ধা নজির আহাম্মদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জাতির সংকটকালে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ভাষণ “এবারের সংগ্ৰাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” এই ভাষণের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা পায়।

আলোচনা সভা শেষে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *