চাটখিল প্রতিনিধি,দৈনিক জনতার অধিকার ডট.কমঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৩ডিসেম্বর) সকাল ১০ টায় মিছিলটি উপজেলা শহরের সেন্ট্রাল হসপিটাল থেকে শুরু করে পুরা বাজার প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের পক্ষে স্লোগান তুলতে শোনা যায়।
উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ মিছিলের মধ্যে সরকারের পদত্যাগ, নির্বাচনী কমিশনের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশব্যাপী ডাকা অবরোধ কর্মসূচির বিভিন্ন স্লোগান দেয়।
মিছিল শেষে বেশ কয়েকটি পটকা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিএনপি নেতাদের দাবি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিস্ফোরণের সাথে জড়িত নয়।