
ফাতেমা আফরোজ,দৈনিক জনতার অধিকার ডট কমঃ
নোয়াখালী কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের নাম ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন, কাল প্ররিক্রমায় আজও ইউনিয়ন পরিষদটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধূলা, উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সরকারের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জল রেখেছে। তার ধারাবাহিকতায় ইউনিয়নের উন্নয়ন কাজ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান মোঃ কামাল খান, প্রকাশ (কামাল কোম্পানি)।
ইউনিয়নটিতে বিপুল ভোট পেয়ে জয়ী হন তিনি, নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নটিতে শিক্ষা, সংস্কৃতি, জলাবদ্বতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, কাঁচা রাস্তা পাকাকরণ, ইটের সলিং সংস্কার, ডিজিটাল সেবা কার্যক্রমসহ উন্নয়ন কাজে ভূমিকা রেখে যাচ্ছেন এই ইউপি চেয়ারম্যান, উন্নয়ন করে প্রসংসা কুড়াচ্ছেন তিনি। ইউনিয়নটির প্রতিটি গ্রামে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা চার বার ক্ষমতায় থাকার কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ব্যাপক উন্নয়ন বাস্তবায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যন্ত অঞ্চলের সুযোগ সুবিধা পাচ্ছেন ৩নং ধানসিঁড়ি ইউনিয়নসহ আশপাশ ইউনিয়নের মানুষ।
ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ অনলাইন করা, ই-মেইল সুবিধা, বিভিন্ন ভাতা ভোগীদের নিবন্ধনসহ সকল কার্যক্রম পরিষদে বসে এসব ডিজিটাল সেবা পাচ্ছেন ধানসিঁড়ি ইউনিয়নবাসী। যে কারণে জনসাধারণকে এখন আর উপজেলা পরিষদসহ জেলা শহরে যেতে হয় না। ইউনিয়ন পরিষদের মাধ্যমে হাতের কাছে এই নাগরিক সেবা পেয়ে উপকৃত হচ্ছেন ইউনিয়নবাসী। আর এসব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নটি বেশ পরিচিতি পাচ্ছে।
সবার সহযোগিতা পেলে স্মাট বাংলাদেশ বিনির্মানে সরকারের সকল সেবা কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া সম্ভব বলে মনে করেন চেয়ারম্যান কামাল খান।তিনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর সমর্থনে বিপুল ভোট পেয়ে নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করেন।
এরপর থেকে ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি, এলাকায় জনকল্যাণে কাজ করে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।
ইউনিয়নের বাসিন্দা অনেকে বলেন, আমাদের ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের সময়ে ইউনিয়নটিতে যতটা উন্নয়ন হয়েছে বিগত সময়ে এত উন্নয়ন আর কখনো হয়নি। আমরা চেয়ারম্যানের সাথে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।
৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল খান বলেন, এটি একটি অবহেলিত ইউনিয়ন ছিলো, আমি ক্ষমতা গ্রহণের পর মডেল ইউনিয়ন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, ইতিমধ্যে রাস্তা, কালভার্ট, ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণের জন্য খাল খনন, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধা ইউনিয়নবাসীকে দিয়ে যাচ্ছি। ব্যক্তিগত তহবিল থেকে অসহায়দের আর্থিক সাহায্য দিয়ে আসছি। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় খেলাধূলার উপকরণ বিতরণ করছি।
তিনি আরও জানান, প্রশাসন ও ইউনিয়নবাসীর সহায়তায় মাদক ও সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সকল সদস্য কাজ করে যাচ্ছেন। ইউনিয়নবাসীর সহযোগিতায় এই ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান তিনি।