
রিপন মজুমদার, দৈনিক জনতার অধিকার ডট কম:
নোয়াখালীতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর সভা কক্ষে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সালের সভাপতিত্বে ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো.রাসেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের ভূমিকার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস।
সেমিনারে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, তালিকাভুক্ত ঠিকাদার, পানি ব্যবস্থাপনা দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।