নোয়াখালীর বেগমগঞ্জ কাদিরপরে জোরপূর্বক সম্পত্তি দখল করায় সোহেলসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজটি শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি,দৈনিক জনতার অধিকার ডট কমঃনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড হজল মেস্ত্রি বাড়ির সাহাব উদ্দিনের পৌত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করেন একই বাড়ির বসবাসরত মৃত ওসমান মিয়ার ছেলে মোঃসোহেল(৪৫),হোসেন(৪৫) ও সোহেলের স্ত্রী পাখি বেগম(৪০) সহ অজ্ঞাত ১০-১২ জন৷গত ১১ মার্চ রোজ সোমবার এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী সাহাব উদ্দিন বেগমগঞ্জ মডেল থানায় বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন৷ জমি দখল ছাড়াও সাহাব উদ্দিন-কে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বেগমগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়,সাহাব উদ্দিনের পৈত্রিক সম্পত্তি ও মালিকীয় জায়গার উপর বসবাস করে আসছেন৷ ১১ মার্চ সকালে বিবাদী মোঃসোহেল, হোসেন ও মোঃসোহেলের স্ত্রী পাখি বেগমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সাহাব উদ্দিনের প্রবেশপথ বন্ধ করে বসত ঘরের চতুর্দিকে টিনের বেড়া দিয়ে ঘেরাও দেন৷সাহাব উদ্দিন ও তাঁর স্ত্রী নুর জাহান বেগম বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন৷ মোঃসোহেল ও তাঁ পরিবারের লোকজন সহ সাহাব উদ্দিন ও তাঁর স্ত্রী নুর জাহান বেগমকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে বর্গীয় হামলা চালায়৷ এতে সাহাব উদ্দিনের পকেটে থাকা নগদ ৪ হাজার ২ শত টাকা ও ঘরের ভিতর থেকে বিভিন্ন মূল্যবান কাগজ পত্র জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যায়৷এবং দখলকারীরা ভুক্তভোগী সাহাব উদ্দিন-কে প্রাণনাশের হুমকি দেন।এক পযার্য়ে দিশেহারা হয়ে সাহাব উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে বেগমগঞ্জ মডেল থানার এ.এস.আই মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘর থেকে বাহির হওয়ার প্রবেশপথের টিন খুলে দেন৷ ঘটনাস্থল থেকে আশে-পাশের লোকজন এসে সাহাব উদ্দিন ও তাঁর স্ত্রী কে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান৷সরেজমিনে গিয়ে দেখা যায়,ভুক্তভোগী সাহাব উদ্দিন এর বসত ঘর থেকে বাহির হওয়ার প্রবেশপথ সহ ঘরের দক্ষিণ-পূর্ব ও উত্তর দিকে সিমেন্টের পিলার দিয়ে টিনের বেড়া দিয়ে ঘেরাও অবস্থায় দেখতে পাওয়া যায়৷জানা যায়,দীর্ঘদিন দিন ধরে সাহাব উদ্দিন এর পৈত্রিক সম্পত্তি মোঃসোহেল জোরপূর্বক দখল করার কারণে সাহাব উদ্দিন ইউনিয়ন পরিষদ ও এলাকার মান্যগন্য ব্যক্তির নিকট দারস্থ হয়ে কোন প্রকার সমাধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন৷

এবিষয়ে অভিযুক্ত মোঃসোহেল এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটির মালিকানা দাবি করেন। তিনি জমিটি মৃত মজিবুল হক এর ওয়ারিশ অর্থাৎ সাহাব উদ্দিনের আট ভাই-বোনের কাছ থেকে কিনেছেন বলে জানান।তিনি জমিটি নিজের দাবি করে টিন দিয়ে ঘিরে দিয়েছেন।সোহেলের স্ত্রী পাখি বেগম ও হোসেন এর কাছ থেকে ঘটনা সত্যতা জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন এবং নিজেদের জায়গা বলে দাবি করেন৷ এবিষয় বেগমগঞ্জ মডেল থানার এ.এস.আই মেহেদী তিনি মুঠো ফোনে জানান,সাহাব উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দুই পক্ষ থেকে রবিবার থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *