
মোঃ আলাউদ্দিন লিংকন,দৈনিক জনতার অধিকার ডট কমঃ
পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে,লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া ও এস আই সুলতান উদ্দিনের নেতৃত্বে, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ওস্তাদের উদ্যোগে, চন্দ্রগঞ্জ অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়
বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালিত হয়, বেলা ১১ টা হইতে ১২:৩০ পর্যন্ত। উক্ত কার্যক্রম চালানো হয়, এতে যান চলাচল স্বাভাবিক হয় এবং জনগণের ফুটপাতে চলাচল স্বাভাবিকত্ব ফিরে আসে যাতে স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন, উপস্থিত সর্বসাধারণ হাই পুলিশেরই কার্যক্রম কে সাধুবাদ জানাই এবং এই কার্যক্রম চলমান রাখার আহ্বান জানাই, পুলিশ সপ্তাহ উপলক্ষে এ কার্যক্রম চলমান থাকবে বলে চন্দ্রগত হাইওয়ে থানা পুলিশ জানায়, পুলিশের সেবায় জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই হাইওয়ে পুলিশের এই কার্যক্রম পরিচালিত হয় ।