মোঃরেজাউল করিম রাজু,দৈনিক জনতার অধিকার ডট কমঃচট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের পশ্চিম পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট গণমাধ্যমকর্মী,সমাজসেবক ও সংগঠক,এনভিশন২৪টিভির সাতকানিয়া ও আরব আমিরাত দুবাই বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃমাঈনুদ্দীন মালেকীর প্রথম পুত্র " ইয়ামিন মাঈন (সামিও) সমাজিক ও সেচ্ছাসেবী সংগঠন রেইনবো ফাউন্ডেশন কতৃক আয়োজিত ২০২৩ ইং " রেইনবো মেধাবৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে" টেলেন্ট গ্রেড " অর্জন করেছেন। এর আগেও ইয়ামিন মাঈন (সামিও) বিভিন্ন সমাজিক সংগঠন থেকে বিজয় অর্জন করেছে। সাংবাদিক মোঃমাঈনুদ্দীন মালেকীর পরিবারের পক্ষ থেকে রেইনবো ফাউন্ডেশন পরিবারের সবাই কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন৷ সেই সাথে ইয়ামিন মাঈন (সামিও) যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে পারে তাই সকলের কাছে দোয়া কামনা করছে।