
উত্তম কুমার গোস্বামী,দৈনিক জনতার অধিকার ডট কমঃহবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাজা ও ফেনসিডিল এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে মাধবপুর উপজেলার চেঙ্গার বাজার উত্তরে হবিবপুর থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন পুলিশ। কাজল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত জিতু মিয়া পুত্র। পুলিশ সূত্রে জানা যায় , মাধবপুর থানা কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সকাল সাড়ে ১২ টায় দিকে মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামের মৃত কাজল মিয়া বসত ঘরের অভিযান চালিয়ে সুকৌশলে লুকয়িত অবস্থায় ১৫০বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করেন পুলিশ। মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান। দ্রুত আসামির বিরুদ্ধে মাধবপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আয়তা মামলা দায়ের প্রস্তুতি চলছে।